আসুন সবাই মিলে সফল করি
" যৌতুক প্রতিরোধ আন্দোলন। "
আর কত কাল যৌতুকের বলি হবে
বাংলাদেশের মাকসুদারা,
আর কত নির্যাতিত হবে ,বঙ্গ নারী
ওরা যে আমদের কন্যা জায়া জননী।
আর কত ঝলসে যাবে তোমাদের মুখ দেহ অঙ্গ পতঙ্গ
আর কত হবে তোমরা যৌতুকের বলি।
নারী তুমি বাগানের প্রস্ফুটিত ফুল
নারী তুমি সাজাও সংসার
নারী তোমার জন্ম না হলে ভালবাসা কি
আদর কি সোহাগ কি বুজতনা পুরুষ জাতি,
নারী হীন এই পৃথিবী হতো নিরানন্দময়।
নারী তোমার জন্যে রাজা বাদশাহ ত্যাগ করেছিলো সিংহাসনের মায়া
তোমার জন্যে ধ্বংস হয়েছিল ট্রয় নগরী
তোমার জন্যে সৃষ্টি হয় ভালবাসার তাজ মহল।
তবে কেন হও বার বার লাঞ্ছিত
বনে জঙ্গলে খালে বিলে নদী নালায় পড়ে থাকে
তোমাদের ক্ষত বিক্ষত ধর্ষিত দেহের লাশ লাশ।
ওগো বাংলার নারী,
রুখে দাড়াও ,হও প্রতিবাদী ,হও শিক্ষার আলোয় আলোকিত
হও স্বাবলম্বী ,আদায় কর ন্যায্য অধিকার
প্রমান করো তোমরা নও ,শুধুই ভোগের পণ্য।
ওগো আদুরী বোন্ আমার ,ওগো মমতা ময়ী মা
ওগো আমার কন্যা ,তোমরা নাওনি জন্ম শুধু ,অপবাদ মাথায় নেবার ,
নারী পুরষের রয়েছে সন্মান ,রয়েছে যোগ্য অধিকার।
পুরষ শাসিত এই সমাজে ,বার বার কেন হচ্ছ ধর্ষিতা ?
কোন ধর্মের কোথায় আছে ,নারী শোষিত হবে বার বার।
বিয়ের পূর্বে যাচাই করে নাও ,পুরুষ নামের পুরুষটি কি পুরুষ?
নাকি কাপুরুষ ,নাকি নরখাদক মিথ্যাচারী ব্যভিচারী
কতিপয় নারী লোভী পরো লোভী , অলস মস্তিস্কের অধিকারী,।
গুটি কয়েক বিবেক শূন্য অমানুষের জন্য কলঙ্কিত পুরুষ জাতি!
রুখে দাড়াও ,ভেঙ্গে দাও অত্যাচারীর কালো হাত।
অমানুষের ভিড়ে খুঁজে নাও মানুষ
নয়তো একলা চলো, গড় নিজেই নিজের ভবিষ্যত।
হে পুরুষ কেন হও কাপুরুষ?
কেন করছো মায়ের জাতির অবমাননা?
তোমারা কি কোন ধর্ম ই মান না!
বন্ধ করো অমানুষিক কার্য কলাপ ,ত্যাগ কর যৌতুকের লোভ
নিজের ভাগ্য পরিবর্তনে যৌতুক নাও লজ্জা করে না!
হে পাপী নির্লজ্জ পুরুষ! তুমি কেন ভুলে যাও ;
কোন এক মায়ের গর্ভে জন্ম তোমার।
পশুত্ব ত্যাগ করো ,এখনো সময় আছে
নারী যদি হাতে তুলে নেয় হাতিয়ার পালাবে কোথায়?
ক্ষমা করো আমায় আমি এই পুরুষ জাতির একজন!
যৌতুক কে না বলতে বাধ্য করো এই জাতিকে
সমাজে অলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে বন্দরে
গড়ে তোল আন্দোলন -
এই দেশ স্বাধীন দেশ
রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা
আমরা চাই সর্ব ক্ষেত্রে স্বাধীনতা,
চাই নারীর যোগ্য সন্মান
চাই নারীর শালীনতা রক্ষার গ্যারান্টি।
পোশাকে আশাকে চাই শালীনতা
স্বামীর বাড়ি হতে হবে নির্লোভ
নিশ্চিত করতে হবে নিরাপদ জীবন যাপন
নিরাপদ শশুর শাশুড়ি আত্বীয় স্বজন
তার পর মেয়ের বিয়ে ,
স্বাধীন দেশে বন্ধ হতেই হবে নারী নির্যাতন।
আসুন সবাই মিলে সফল করি
" যৌতুক প্রতিরোধ আন্দোলন। "
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, সিংগাপুর।
সভাপতি যৌতুক প্রতিরোধ আন্দোল, বাংলাদেশ
সিংগাপুর শাখা।
১৪-২-২০১৪
" যৌতুক প্রতিরোধ আন্দোলন। "
আর কত কাল যৌতুকের বলি হবে
বাংলাদেশের মাকসুদারা,
আর কত নির্যাতিত হবে ,বঙ্গ নারী
ওরা যে আমদের কন্যা জায়া জননী।
আর কত ঝলসে যাবে তোমাদের মুখ দেহ অঙ্গ পতঙ্গ
আর কত হবে তোমরা যৌতুকের বলি।
নারী তুমি বাগানের প্রস্ফুটিত ফুল
নারী তুমি সাজাও সংসার
নারী তোমার জন্ম না হলে ভালবাসা কি
আদর কি সোহাগ কি বুজতনা পুরুষ জাতি,
নারী হীন এই পৃথিবী হতো নিরানন্দময়।
নারী তোমার জন্যে রাজা বাদশাহ ত্যাগ করেছিলো সিংহাসনের মায়া
তোমার জন্যে ধ্বংস হয়েছিল ট্রয় নগরী
তোমার জন্যে সৃষ্টি হয় ভালবাসার তাজ মহল।
তবে কেন হও বার বার লাঞ্ছিত
বনে জঙ্গলে খালে বিলে নদী নালায় পড়ে থাকে
তোমাদের ক্ষত বিক্ষত ধর্ষিত দেহের লাশ লাশ।
ওগো বাংলার নারী,
রুখে দাড়াও ,হও প্রতিবাদী ,হও শিক্ষার আলোয় আলোকিত
হও স্বাবলম্বী ,আদায় কর ন্যায্য অধিকার
প্রমান করো তোমরা নও ,শুধুই ভোগের পণ্য।
ওগো আদুরী বোন্ আমার ,ওগো মমতা ময়ী মা
ওগো আমার কন্যা ,তোমরা নাওনি জন্ম শুধু ,অপবাদ মাথায় নেবার ,
নারী পুরষের রয়েছে সন্মান ,রয়েছে যোগ্য অধিকার।
পুরষ শাসিত এই সমাজে ,বার বার কেন হচ্ছ ধর্ষিতা ?
কোন ধর্মের কোথায় আছে ,নারী শোষিত হবে বার বার।
বিয়ের পূর্বে যাচাই করে নাও ,পুরুষ নামের পুরুষটি কি পুরুষ?
নাকি কাপুরুষ ,নাকি নরখাদক মিথ্যাচারী ব্যভিচারী
কতিপয় নারী লোভী পরো লোভী , অলস মস্তিস্কের অধিকারী,।
গুটি কয়েক বিবেক শূন্য অমানুষের জন্য কলঙ্কিত পুরুষ জাতি!
রুখে দাড়াও ,ভেঙ্গে দাও অত্যাচারীর কালো হাত।
অমানুষের ভিড়ে খুঁজে নাও মানুষ
নয়তো একলা চলো, গড় নিজেই নিজের ভবিষ্যত।
হে পুরুষ কেন হও কাপুরুষ?
কেন করছো মায়ের জাতির অবমাননা?
তোমারা কি কোন ধর্ম ই মান না!
বন্ধ করো অমানুষিক কার্য কলাপ ,ত্যাগ কর যৌতুকের লোভ
নিজের ভাগ্য পরিবর্তনে যৌতুক নাও লজ্জা করে না!
হে পাপী নির্লজ্জ পুরুষ! তুমি কেন ভুলে যাও ;
কোন এক মায়ের গর্ভে জন্ম তোমার।
পশুত্ব ত্যাগ করো ,এখনো সময় আছে
নারী যদি হাতে তুলে নেয় হাতিয়ার পালাবে কোথায়?
ক্ষমা করো আমায় আমি এই পুরুষ জাতির একজন!
যৌতুক কে না বলতে বাধ্য করো এই জাতিকে
সমাজে অলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে বন্দরে
গড়ে তোল আন্দোলন -
এই দেশ স্বাধীন দেশ
রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা
আমরা চাই সর্ব ক্ষেত্রে স্বাধীনতা,
চাই নারীর যোগ্য সন্মান
চাই নারীর শালীনতা রক্ষার গ্যারান্টি।
পোশাকে আশাকে চাই শালীনতা
স্বামীর বাড়ি হতে হবে নির্লোভ
নিশ্চিত করতে হবে নিরাপদ জীবন যাপন
নিরাপদ শশুর শাশুড়ি আত্বীয় স্বজন
তার পর মেয়ের বিয়ে ,
স্বাধীন দেশে বন্ধ হতেই হবে নারী নির্যাতন।
আসুন সবাই মিলে সফল করি
" যৌতুক প্রতিরোধ আন্দোলন। "
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, সিংগাপুর।
সভাপতি যৌতুক প্রতিরোধ আন্দোল, বাংলাদেশ
সিংগাপুর শাখা।
১৪-২-২০১৪
3 people reached
No comments:
Post a Comment