যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব বেল্লাল হোসেন ফতেহ পুরী সিঙ্গাপুর সফরে আসেন। মিলিত হন প্রবাসী বাংলাদেশী অভিবাসীদের সাথে। আগ্রহ প্রকাশ করেন প্রবাসীদের মধ্যে যৌতুক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির। গত ৬ ই জুলাই ২০১৪ ইং বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ কালচারাল ফোরামের সদস্যদের সাথে মত বিনিময় করেন।তারই ধারাবাহিকতায় ২ নভেম্বর ২০১৪ রাত আট টায় বাংলার কন্ঠ হল রুমে গঠিত হলো যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ ,সিঙ্গাপুর শাখা।
প্রবাসীরা প্রত্যেকে তাদের পরিবারের অভিভাবক।তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি মূল লক্ষ্য সিঙ্গাপুর শাখার।তা ছাড়া কেন্দ্রীয় কমিটির প্রতিটি কর্মকান্ডের সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিটির সবাই। এই শাখা সম্পুর্ন রাজনীতি মুক্ত সমাজ কল্যাণ মূলক একটি সংগঠন।বর্তমানে সমাজের ক্যান্সার যৌতুক।অকালে বলি হচ্ছে নারী।যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন সময়ের দাবী। শিক্ষার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে.পরিবারের বয়্জেষ্ঠ দের ও সচেতন করতে হবে.যৌতুকের মূল উত্তপত্তি তাদের কাছে থেকে। প্রবাসে থেকে যৌতুক প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়ে যান-মাল -সময় ব্যয় করে যৌতুক ,মাদক ,সন্ত্রাস,ইভটিজিং ও সর্ব প্রকার নারী/পুরুষ নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভুমিকা রাখতে ৭ জন উপদেষ্টা ও 29 সদস্যের যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ ,সিঙ্গাপুর শাখা গঠিত হয়.
পরিচিতি অনুষ্ঠানে সকলেই বক্তব্য রাখেন উপস্থিত কমিটির সকল সদস্যরা। যৌতুকের কুফল তারা তুলে ধরেন।যারা অবিবাহিত যৌতুক ছাড়া বিয়ের প্রতিশ্রুতি দেন.নিজ নিজ পরিবারকে সচেতন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অসিত কুমার বারই এর সঞ্চালনায় যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ,উদ্দ্যেশ্য ,১৩ দফা কর্মসূচী ,সাংগঠনিক অবকাঠামো ,যৌতুক প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।
কমিটির সদস্যরা হলেন :
প্রধান উপদেষ্টা -এ কে এম মোহসিন সম্পাদক বাংলার কন্ঠ, উপদেষ্টারা হলেন-জনাব আলামিন ইকবাল মানু(ব্যবসায়ী),ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান,ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম,ইঞ্জিনিয়ার শাহদাত হোসেন,ইঞ্জিনিয়ার এনামুল হক (সহসভাপতি বাকপ).সভাপতি- ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু,(বিভাগীয় সম্পাদক বাংলার কন্ঠ ,প্রতিনিধি ঢাকা টাইমস ২৪.কম ও সাপ্তাহিক এই সময়,সদস্য সচিব প্রসাস ),সহ সভাপতি-ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন,তাজুল ইসলাম,জাকের হোসেন,সাধারণ সম্পাদক-নজরুল ইসলাম মুন্না,যুগ্ন সাধারণ সম্পাদক-লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার মোঃ শরীফ ,কবি শ্রমিক মনির,কবি মোহর খান,সাংগঠনিক সম্পাদক-শাজাহান সাজু,সহ সাংগঠনিক সম্পাদক -আনোয়ারুল্লাহ,প্রচার সম্পাদক- কবি অসিত কুমার বারই,সহ প্রচার সম্পাদক-রাকিব হাসান,সাংস্কৃতিক সম্পাদক-শিল্পী মাসুদ পারভেজ অপু,সহ সাংস্কৃতিক সম্পাদক-শিল্পী সোহেল রানা ,সমাজ কল্যাণ সম্পাদক-আলমাসুর রহমান,সহ সমাজ কল্যাণ সম্পাদক-ফয়সাল আহমেদ,কার্যকরী সদস্য-জামাল হোসেন,আমিরুল ইসলাম , ফয়সল সুমন,
এ কে সোহেল,কবি সৈয়দুর রহমান লিটন,বাবু ফাল্গুনী,শিল্পী রাজীব শীল জীবন, রবিউল ইসলাম রুবেল, কবি মুকুল হোসেন,ওয়ালী উল্লাহ বিপ্লব, আকাশ আলীম,মাহবুবুর রহমান,রফিকুল ইসলাম রফিক, জামালহোসেন,সবুজ,হাসানুর রেজা জিমি.
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ,সিঙ্গাপুর থেকে।
No comments:
Post a Comment