যৌতুক।
মনির আহমদ।
ওরে জোয়ান যৌতুক নিয়ে উন্নত কর শীর।
নিলামে উঠিয়া খোঁজো কি তুমি পুরুষ স্বীকৃতির!
নশ্বর এই পৃথি বীতে,
তুমি যদি চাও যৌতুক নিতে,
তোমারে দেখিয়া ঘৃণাই বাড়িবে
নারী জাতি জননীর।
দেখো কাপুরুষ,
আন্দোলনে কাঁপছে দেশের মফস্বলের বুক।
ওরে লজ্জাহীন, কোন একদিন
সাহস করে চাও যদি যৌতুক-
তোমার শরীরে করিতে ষশান
স্বদেশ জুড়িয়া করিবে শ্লোগান
ছাত্র ছাত্রী, নবীন প্রবীণ,
জেলে কামার ভিক্ষুক।
যৌতুক প্রথা দুর করিতে,
কাঁপছে সারা বাংলাদেশের বুক।
যৌতুকের এই শব্দটাকে, বড্ড সুখে
তুলবে যারা ঘর।
সেই ঘরেতেই আসবে নেমে
আন্দোলনের ঝড়।
বোনটা আমার কাঁদবেনা আর,
সকল বোনের জন্য আমার ছোট্ট উপহার।
মনির আহমদ।
বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ, সিঙ্গাপুর।
৮-৩-১৪
No comments:
Post a Comment