Suman Kaisar
10 hrs · Dhaka, Bangladesh · Edited ·
যৌতুক
সুমন কায়সার
------------------------------ ----------------------
নিয়তির পা ধরে কাঁদে বৃদ্ধ বাবা
যৌতুক এসে সমাজে দিলো কেন থাবা?
প্রতিদিন ছাড়ছে ঘর কত অশক্ত নারী
যৌতুক-ই বাধ্য করলো হারাতে সুখের বাড়ী।
যৌতুক একটি অপরাধ সমাজের বড় ক্ষত
দেহে যেমন পচন ধরে বিষ ফোড়ারই মত।
যৌতুকের দায়ে অশান্তি যাচ্ছে যেমন বেড়ে
খুন হত্যায় সংসারের সুখ নিচ্ছে তেমন কেড়ে।
আঁধার কেটে সংসারে আলো দিবে হেসে
যৌতুক নেওয়ার বিচার হবে যেদিন দেশে।
নিত্য দিনের ঝগড়া-বিবাদ থাকবে না ঘরে
দুঃখটাকে বিদায় দিয়ে সুখকে আনবে ধরে।
সুখের সংসার গড়তে যৌতুক বিলুপ্তি করো
যৌতুকহীন বিয়ে করে সামনের পথে বাড়ো।
যৌতুকের গ্রাস থেকে সমাজকে মুক্তি দাও
ভবিষ্যৎ প্রজন্মকে নির্মল পৃথিবী দিয়ে যাও।
------------------------------ ----------------------
২৭ সেপ্টেম্বর, ২০১৪ খ্রিঃ
10 hrs · Dhaka, Bangladesh · Edited ·
যৌতুক
সুমন কায়সার
------------------------------
নিয়তির পা ধরে কাঁদে বৃদ্ধ বাবা
যৌতুক এসে সমাজে দিলো কেন থাবা?
প্রতিদিন ছাড়ছে ঘর কত অশক্ত নারী
যৌতুক-ই বাধ্য করলো হারাতে সুখের বাড়ী।
যৌতুক একটি অপরাধ সমাজের বড় ক্ষত
দেহে যেমন পচন ধরে বিষ ফোড়ারই মত।
যৌতুকের দায়ে অশান্তি যাচ্ছে যেমন বেড়ে
খুন হত্যায় সংসারের সুখ নিচ্ছে তেমন কেড়ে।
আঁধার কেটে সংসারে আলো দিবে হেসে
যৌতুক নেওয়ার বিচার হবে যেদিন দেশে।
নিত্য দিনের ঝগড়া-বিবাদ থাকবে না ঘরে
দুঃখটাকে বিদায় দিয়ে সুখকে আনবে ধরে।
সুখের সংসার গড়তে যৌতুক বিলুপ্তি করো
যৌতুকহীন বিয়ে করে সামনের পথে বাড়ো।
যৌতুকের গ্রাস থেকে সমাজকে মুক্তি দাও
ভবিষ্যৎ প্রজন্মকে নির্মল পৃথিবী দিয়ে যাও।
------------------------------
২৭ সেপ্টেম্বর, ২০১৪ খ্রিঃ
No comments:
Post a Comment