Saturday, 24 January 2015

Anti Dowry movement Bangladesh ,president Singapore branch.blog,join with us from any where all over the world


Anti Dowry movement Bangladesh ,president Singapore branch.blog,join with us from any where all over the world.






সচেতনতা বৃদ্ধি গড়ে তুলবে প্রতিরোধ

যৌতুক একটি সামাজিক ব্যাধি  বাংলাদেশে যৌতুকের লালসার শিকার হয়ে অকালে প্রাণ দেয় নারী ২০০৩ সালে জনাব  বেল্লাল হোসেন ফতেহ পুরীর উদ্যোগে যাত্রা শুরু "যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ " নামে এই সংগঠনের যৌতুকের প্রধান আক্রমনের শিকার  হত দরিদ্র ,নিন্ম বিত্ত ,মধ্য বিত্ত পরিবারে অশিক্ষা,ধর্মান্ধতা,বেকারত্ব ,লোভ,হীন মন্যতা ,কৃপনতা,সন্তানের জন্য ব্যয় কৃত অর্র্থ পুষিয়ে নেয়ার প্রবণতা থেকে যৌতুকের সৃষ্টি মানব সভ্যতার আদি  থেকে উপঢউকনের প্রচলন ছিলো কালের বিবর্তনে রূপ পাল্টে আজ এসেছে " কন্যা পক্ষ যা দেয় " শিরোনামে উপযুক্ত ছেলে সন্মান রাখবেন ইত্যাদি ইত্যাদি কন্যা দায় গ্রস্থ পিতা -মাতা বুঝেন এর কষ্ট অনেক ক্ষেত্রে গায়ের রং ,বর্ণ ,আচরন,দৈহিক গঠনও যৌতুকের উপাদান হিসাবে কাজ করে.বিয়ের পূর্বে অনেকে কথা দিয়ে কথা রাখতে পারেন না শুরু হয় শশুরালয়ের অত্যাচার , মানসিক নির্যাতন ,কথায় কথায় খোটা  দেয়া ,বাপ মা পারিবারিক স্টেটাস নিয়ে কথা বলা   অত্যাচার সইতে না পেরে মেয়েরা আত্ম হত্যার পথ বেছে নেয় কেউবা আবার জ্বালিয়ে পুড়িয়ে ,ফাঁসিতে ঝুলিয়ে,বালিশ চাপা দিয়ে খুন করে অসহায় মেয়েকে সমাজের এই ব্যাধি দূর করতে প্রয়োজন সামাজিক আন্দোলন প্রয়োজন পৃষ্টপোষকতা দায়বদ্ধতা সবার ,শিল্প পতি ,সমাজ পতি , প্রবাসী,কবি ,লেখক,সাংবাদিক ,শিক্ষক,পেশাজীবী ,ছাত্র-ছাত্রী ,তরুণ সমাজ সহ সবাইকে  কে এগিয়ে আসতে হবে সভা ,সেমিনার ,টক শো  করতে হবে .পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে যৌতুকের কুফলতা সম্পর্কেসচেতনতা বৃদ্ধি করতে হবে সচেতনতা বৃদ্ধি গড়ে তুলবে প্রতিরোধ  পাড়ায় ,মহল্লায়, ইউনিয়ন,থানা ,উপজেলা,জিলা,বিভাগীয়,প্রবাসের যেখানেই বাংলাদেশী সেখানেই কমিটি করে সচেতনতা সৃষ্টির প্রচারণা চালাতে হবে.স্কুল,কলেজে ,বিশ্ব বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে, র্যালি মানব বন্ধন করতে হবে .একদিনে,এক মাসে ,একবছরে দীর্ঘ দিনের পুরানো ক্ষত শুকাবে না  ক্যান্সারের  ,ডায়াবেটিকস এর উত্পাটন যেমন সম্ভব নয় ,কমানো সম্ভব,প্রতিরোধ সম্ভবতেমনি যৌতুক প্রতিরোধের ক্ষেত্রে , সময়  নেবেএইতো সে দিন মুখের উপর এক জন  বিশিষ্ট কবি,লেখক বলে দিলেন কিচ্ছু হবে না ,আমি বললাম কেন ?জবাব দিলেন এখানে বিনোদন নেই,অর্থ যোগ নেই, বিয়োগ আছে ,তাই আমি বললাম আমি সমূলে শেষ করতে আসিনি ,কমাতে এসেছি,চেষ্টা করি আমাদের এই সংগঠনের প্রচারনায়,উদ্যোগে যদি একটি বিয়ে যৌতুক বিহীন হয় ,এক জন বোন্ পান যৌতুকের বলি থেকে রেহাই ,তবেই আমাদের কষ্ট  সার্থকযুগের পরিবর্তন হয়েছে পায়রা থেকে ডাক হরকরা,এস এম এস থেকে মেইল ,আজকের যুগে সরাসরি কথা বলা,ডেইলি সোপের চেয়ে ইফেক্টিভ ফেস বুক, তাই আমাদের আধুনিক উপায়ে কাজ করতে হবে.এক জন বেল্লাল সাহেবের পক্ষে এত দূর যাওয়া কষ্ট কর.মসজিদের ইমাম ,শিক্ষক ,সাংবাদিক ,অভিভাবক গণ অতি সহজে তাদের কাজের মাধ্যমে সহযোগিতার হাত বাড়াতে পারেন ফতেহ পুরের এক এতিম খানার অফিস থেকে এর যাত্রা শুরু ,হওয়ায় ভেসে এসেছে সিঙ্গাপুর হয়েছে সিঙ্গাপুর শাখা ,তেমনি সারা বাংলাদেশ এবছর বারো বছর পূর্তি অনুষ্ঠানের পূর্বে কমিটি গঠিত হবে

হবে  না বলে বসে থাকার চেয়ে চেষ্টা করতে হবে.এগিয়ে আসতে হবে বিবেকের দায়বদ্ধতা থেকে। আপনার এলাকায় আপনি শুরু করতে পারেন। আমরা আছি আপনাদের পাশে,বাংলাদেশের এক জপদ নোয়াখালীর সেনবাগ ফতেহ পুর এতিম খানা মাদ্রসা থেকে জনাব বেল্লাল সাহেবের মাধ্যমে এক যুগ পূর্বে   এর যাত্রা শুরু। প্রবাসী ভাইয়েরা নিঃ সন্দেহে পরিবারের অভিভাবক তারা ইচ্ছে করলেই তাদের পরিবারকে সচেতন করতে পারেন দেশে ভাইয়েরা কমিটি করে আপনারা আপনার এলাকায় কাজ করতে পারেন নষ্ট সমাজ বলি অনেকেই ,আসলে সমাজকে নষ্ট করি আমরাই তাই একটি ভালো কাজ করি আসুন ,সকলের প্রতি উদার্ত আহ্বান যার যার এলাকায় কমিটি করি কমিটির সদস্যরা সচেতন হই অপরকে সচেতন করি  রেজিস্ট্রেশন  এর কাজ পক্রিয়াধীন যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির নীতিমালা উদ্দেশ্য মেনে চলি যৌতুক কে না বলি
আমার ফেসবুকে আপনার কমিটি   আমাকে ইন বক্স করতে পারেন মনে রাখবেন যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন -মেইল-babumunny@gmail.com, zimasum.masum@gmail.com
ছাড়াও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব বেল্লাল হোসেন ফতেহ পুরী ,যুগ্ন সাধারণ সম্পাদক ফেনীর সময়  সাংবাদিক জাহাঙ্গীর আলম ,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ,ব্রাইট জেনারেশন প্রপার্টিজ লিমিটেড সন্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহিদুল ইসলাম মাছুম কে ইন বক্স করতে পারেন

বিগত বারো বছরে দেশের অনেক জ্ঞানী গুনি শিক্ষিত সমাজ ,ব্যবসায়ী ,ইমাম ,মাওলানা ,মুফাচ্ছের,কলেজের শিক্ষক,সাংবাদিক সহ নানা পেশা জীবী সদস্য হিসাবে আছেন কেন্দ্রীয় কমিটিতে বারো বছর পূর্তি অনুষ্ঠানে সকলেই সমবেত হবেন সেই সাথে নতুন কমিটির সদস্যরাও পরিচিত হবেনবছরের সকল কমিটি সম্পন্ন হলে এলাকা ভিত্তিক সফর,শোভাযাত্রা সেমিনার,মানব বন্ধন হবে প্রতিটি কমিটির এলাকায়দেশে -বিদেশে যৌতুক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি আমাদের লক্ষ্যপ্রচারেই প্রসার সচেতনতা হবে প্রচারে আর এই " সচেতনতা বৃদ্ধির মাধ্যমে গড়ে তুলবো প্রতিরোধ ".থাকুন আমাদের সাথে 

শুভেচ্ছান্তে

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ,
সভাপতি যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ
সিঙ্গাপুর শাখা














secretary Singapore branch anti dowry movement bangladesh, nazrul islam munna marry without dowry


 kazi Nazrul islam munna


anti dowry Bangladesh organizing secretary md.zahidul islam. masum.



 md.zahdul islam masum

যৌতুক বিহীন বিয়ে ,সাংগঠনিক সম্পাদক ,যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।

anti dowry bangladesh road show


anti dowry Singapore branch




যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ ,সিঙ্গাপুর শাখা গঠিত

যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব বেল্লাল হোসেন ফতেহ পুরী সিঙ্গাপুর সফরে আসেন। মিলিত হন প্রবাসী বাংলাদেশী অভিবাসীদের সাথে। আগ্রহ প্রকাশ করেন প্রবাসীদের মধ্যে যৌতুক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির। গত ৬ ই জুলাই ২০১৪ ইং বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ কালচারাল ফোরামের সদস্যদের সাথে মত বিনিময় করেন।তারই ধারাবাহিকতায় ২ নভেম্বর ২০১৪ রাত আট টায় বাংলার কন্ঠ হল রুমে গঠিত হলো যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ ,সিঙ্গাপুর শাখা।
প্রবাসীরা প্রত্যেকে তাদের পরিবারের অভিভাবক।তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি মূল লক্ষ্য সিঙ্গাপুর শাখার।তা ছাড়া কেন্দ্রীয় কমিটির প্রতিটি কর্মকান্ডের সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিটির সবাই। এই শাখা সম্পুর্ন রাজনীতি মুক্ত সমাজ কল্যাণ মূলক একটি সংগঠন।বর্তমানে সমাজের ক্যান্সার যৌতুক।অকালে বলি হচ্ছে নারী।যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন সময়ের দাবী। শিক্ষার পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে.পরিবারের বয়্জেষ্ঠ দের ও সচেতন করতে হবে.যৌতুকের মূল উত্তপত্তি তাদের কাছে থেকে। প্রবাসে থেকে যৌতুক প্রতিরোধ আন্দোলনে যোগ দিয়ে যান-মাল -সময় ব্যয় করে যৌতুক ,মাদক ,সন্ত্রাস,ইভটিজিং ও সর্ব প্রকার নারী/পুরুষ নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভুমিকা রাখতে ৭ জন উপদেষ্টা ও 29 সদস্যের যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ ,সিঙ্গাপুর শাখা গঠিত হয়.
পরিচিতি অনুষ্ঠানে সকলেই বক্তব্য রাখেন উপস্থিত কমিটির সকল সদস্যরা। যৌতুকের কুফল তারা তুলে ধরেন।যারা অবিবাহিত যৌতুক ছাড়া বিয়ের প্রতিশ্রুতি দেন.নিজ নিজ পরিবারকে সচেতন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অসিত কুমার বারই এর সঞ্চালনায় যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ,উদ্দ্যেশ্য ,১৩ দফা কর্মসূচী ,সাংগঠনিক অবকাঠামো ,যৌতুক প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।

কমিটির সদস্যরা হলেন :

প্রধান উপদেষ্টা -এ কে এম মোহসিন সম্পাদক বাংলার কন্ঠ, উপদেষ্টারা হলেন-জনাব আলামিন ইকবাল মানু(ব্যবসায়ী),ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান,ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম,ইঞ্জিনিয়ার শাহদাত হোসেন,ইঞ্জিনিয়ার এনামুল হক (সহসভাপতি বাকপ).সভাপতি- ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু,(বিভাগীয় সম্পাদক বাংলার কন্ঠ ,প্রতিনিধি ঢাকা টাইমস ২৪.কম ও সাপ্তাহিক এই সময়,সদস্য সচিব প্রসাস ),সহ সভাপতি-ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন,তাজুল ইসলাম,জাকের হোসেন,সাধারণ সম্পাদক-নজরুল ইসলাম মুন্না,যুগ্ন সাধারণ সম্পাদক-লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার মোঃ শরীফ ,কবি শ্রমিক মনির,কবি মোহর খান,সাংগঠনিক সম্পাদক-শাজাহান সাজু,সহ সাংগঠনিক সম্পাদক -আনোয়ারুল্লাহ,প্রচার সম্পাদক- কবি অসিত কুমার বারই,সহ প্রচার সম্পাদক-রাকিব হাসান,সাংস্কৃতিক সম্পাদক-শিল্পী মাসুদ পারভেজ অপু,সহ সাংস্কৃতিক সম্পাদক-শিল্পী সোহেল রানা ,সমাজ কল্যাণ সম্পাদক-আলমাসুর রহমান,সহ সমাজ কল্যাণ সম্পাদক-ফয়সাল আহমেদ,কার্যকরী সদস্য-জামাল হোসেন,আমিরুল ইসলাম , ফয়সল সুমন,
এ কে সোহেল,কবি সৈয়দুর রহমান লিটন,বাবু ফাল্গুনী,শিল্পী রাজীব শীল জীবন, রবিউল ইসলাম রুবেল, কবি মুকুল হোসেন,ওয়ালী উল্লাহ বিপ্লব, আকাশ আলীম,মাহবুবুর রহমান,রফিকুল ইসলাম রফিক, জামালহোসেন,সবুজ,হাসানুর রেজা জিমি.

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ,সিঙ্গাপুর থেকে।

anti dowry news bangladesh,noakhali district news paper.







http://www.dhakatimes24.com/2014/11/04/42486/%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A4%E0%A7%81%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

http://www.dhakatimes24.com/2014/11/04/42486/%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A4%E0%A7%81%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

যৌতুক প্রতিরোধে সিঙ্গাপুরে কমিটি গঠিত
সিঙ্গাপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
-

anti dowry poem by Suman Kaisar

Suman Kaisar
10 hrs · Dhaka, Bangladesh · Edited · 
যৌতুক
সুমন কায়সার 
----------------------------------------------------
নিয়তির পা ধরে কাঁদে বৃদ্ধ বাবা
যৌতুক এসে সমাজে দিলো কেন থাবা?
প্রতিদিন ছাড়ছে ঘর কত অশক্ত নারী
যৌতুক-ই বাধ্য করলো হারাতে সুখের বাড়ী।
যৌতুক একটি অপরাধ সমাজের বড় ক্ষত
দেহে যেমন পচন ধরে বিষ ফোড়ারই মত।
যৌতুকের দায়ে অশান্তি যাচ্ছে যেমন বেড়ে
খুন হত্যায় সংসারের সুখ নিচ্ছে তেমন কেড়ে।
আঁধার কেটে সংসারে আলো দিবে হেসে
যৌতুক নেওয়ার বিচার হবে যেদিন দেশে।
নিত্য দিনের ঝগড়া-বিবাদ থাকবে না ঘরে
দুঃখটাকে বিদায় দিয়ে সুখকে আনবে ধরে।
সুখের সংসার গড়তে যৌতুক বিলুপ্তি করো
যৌতুকহীন বিয়ে করে সামনের পথে বাড়ো।
যৌতুকের গ্রাস থেকে সমাজকে মুক্তি দাও
ভবিষ্যৎ প্রজন্মকে নির্মল পৃথিবী দিয়ে যাও।
----------------------------------------------------
২৭ সেপ্টেম্বর, ২০১৪ খ্রিঃ

anti dowry movement Bangladesh chief adviser Singapore branch A.K.M Mohsin.



anti dowry movement Bangladesh chief adviser Singapore branch
A.K.M Mohsin.



যৌতুক। মনির আহমদ।anti dowry poem


যৌতুক।
মনির আহমদ।
ওরে জোয়ান যৌতুক নিয়ে উন্নত কর শীর।
নিলামে উঠিয়া খোঁজো কি তুমি পুরুষ স্বীকৃতির!
নশ্বর এই পৃথি বীতে,
তুমি যদি চাও যৌতুক নিতে,
তোমারে দেখিয়া ঘৃণাই বাড়িবে
নারী জাতি জননীর।

দেখো কাপুরুষ,
আন্দোলনে কাঁপছে দেশের মফস্বলের বুক।
ওরে লজ্জাহীন, কোন একদিন
সাহস করে চাও যদি যৌতুক-
তোমার শরীরে করিতে ষশান
স্বদেশ জুড়িয়া করিবে শ্লোগান
ছাত্র ছাত্রী, নবীন প্রবীণ,
জেলে কামার ভিক্ষুক।
যৌতুক প্রথা দুর করিতে,
কাঁপছে সারা বাংলাদেশের বুক।

যৌতুকের এই শব্দটাকে, বড্ড সুখে
তুলবে যারা ঘর।
সেই ঘরেতেই আসবে নেমে
আন্দোলনের ঝড়।
বোনটা আমার কাঁদবেনা আর,
সকল বোনের জন্য আমার ছোট্ট উপহার।

মনির আহমদ।
বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ, সিঙ্গাপুর।
৮-৩-১৪

anti dowry poem by mohammad jahangir alam babu,আসুন সবাই মিলে সফল করি " যৌতুক প্রতিরোধ আন্দোলন। "

আসুন সবাই মিলে সফল করি
" যৌতুক প্রতিরোধ আন্দোলন। "

আর কত কাল যৌতুকের বলি হবে
বাংলাদেশের মাকসুদারা,
আর কত নির্যাতিত হবে ,বঙ্গ নারী
ওরা যে আমদের কন্যা জায়া জননী।

আর কত ঝলসে যাবে তোমাদের মুখ দেহ অঙ্গ পতঙ্গ
আর কত হবে তোমরা যৌতুকের বলি। 

নারী তুমি বাগানের প্রস্ফুটিত ফুল
নারী তুমি সাজাও সংসার
নারী তোমার জন্ম না হলে ভালবাসা কি
আদর কি সোহাগ কি বুজতনা পুরুষ জাতি,
নারী হীন এই পৃথিবী হতো নিরানন্দময়।

নারী তোমার জন্যে রাজা বাদশাহ ত্যাগ করেছিলো সিংহাসনের মায়া
তোমার জন্যে ধ্বংস হয়েছিল ট্রয় নগরী
তোমার জন্যে সৃষ্টি হয় ভালবাসার তাজ মহল।

তবে কেন হও বার বার লাঞ্ছিত
বনে জঙ্গলে খালে বিলে নদী নালায় পড়ে থাকে
তোমাদের ক্ষত বিক্ষত ধর্ষিত দেহের লাশ লাশ।

ওগো বাংলার নারী,
রুখে দাড়াও ,হও প্রতিবাদী ,হও শিক্ষার আলোয় আলোকিত
হও স্বাবলম্বী ,আদায় কর ন্যায্য অধিকার
প্রমান করো তোমরা নও ,শুধুই ভোগের পণ্য।

ওগো আদুরী বোন্ আমার ,ওগো মমতা ময়ী মা
ওগো আমার কন্যা ,তোমরা নাওনি জন্ম শুধু ,অপবাদ মাথায় নেবার ,
নারী পুরষের রয়েছে সন্মান ,রয়েছে যোগ্য অধিকার।

পুরষ শাসিত এই সমাজে ,বার বার কেন হচ্ছ ধর্ষিতা ?
কোন ধর্মের কোথায় আছে ,নারী শোষিত হবে বার বার।

বিয়ের পূর্বে যাচাই করে নাও ,পুরুষ নামের পুরুষটি কি পুরুষ?
নাকি কাপুরুষ ,নাকি নরখাদক মিথ্যাচারী ব্যভিচারী
কতিপয় নারী লোভী পরো লোভী , অলস মস্তিস্কের অধিকারী,।
গুটি কয়েক বিবেক শূন্য অমানুষের জন্য কলঙ্কিত পুরুষ জাতি!
রুখে দাড়াও ,ভেঙ্গে দাও অত্যাচারীর কালো হাত।

অমানুষের ভিড়ে খুঁজে নাও মানুষ
নয়তো একলা চলো, গড় নিজেই নিজের ভবিষ্যত।

হে পুরুষ কেন হও কাপুরুষ?
কেন করছো মায়ের জাতির অবমাননা?
তোমারা কি কোন ধর্ম ই মান না!
বন্ধ করো অমানুষিক কার্য কলাপ ,ত্যাগ কর যৌতুকের লোভ
নিজের ভাগ্য পরিবর্তনে যৌতুক নাও লজ্জা করে না!
হে পাপী নির্লজ্জ পুরুষ! তুমি কেন ভুলে যাও ;
কোন এক মায়ের গর্ভে জন্ম তোমার।

পশুত্ব ত্যাগ করো ,এখনো সময় আছে
নারী যদি হাতে তুলে নেয় হাতিয়ার পালাবে কোথায়?

ক্ষমা করো আমায় আমি এই পুরুষ জাতির একজন!
যৌতুক কে না বলতে বাধ্য করো এই জাতিকে
সমাজে অলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে বন্দরে
গড়ে তোল আন্দোলন -

এই দেশ স্বাধীন দেশ
রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা
আমরা চাই সর্ব ক্ষেত্রে স্বাধীনতা,
চাই নারীর যোগ্য সন্মান
চাই নারীর শালীনতা রক্ষার গ্যারান্টি।

পোশাকে আশাকে চাই শালীনতা
স্বামীর বাড়ি হতে হবে নির্লোভ
নিশ্চিত করতে হবে নিরাপদ জীবন যাপন
নিরাপদ শশুর শাশুড়ি আত্বীয় স্বজন
তার পর মেয়ের বিয়ে ,
স্বাধীন দেশে বন্ধ হতেই হবে নারী নির্যাতন।

আসুন সবাই মিলে সফল করি
" যৌতুক প্রতিরোধ আন্দোলন। "

মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, সিংগাপুর।
সভাপতি যৌতুক প্রতিরোধ আন্দোল, বাংলাদেশ
সিংগাপুর শাখা।
১৪-২-২০১৪
3 people reached