Wednesday, 20 May 2015

সুখী যৌতুকের বলি



"যৌতুক প্রতিরোধ অন্দোল বাংলাদেশ"

এর পক্ষ থেকে সুখী হত্যার বিচার চাই

সুখী যৌতুকের বলি
সুখী হায়েনাদের  হাতে বলি
আসুন যৌতুক কে না বলি।

কে রেখে ছিলোরে তোর্  নাম সুখী ?

সুখ পেলি না ,এতিম তুই ছিলি
অনাদরে অবহেলায় হয়েছিস বড়
সুখী নামের  কি না ইনসাফি
যৌতুক কেড়ে নিল তোর্ প্রাণ
এ যে পুরুষ জাতির জন্য কত বড় অপমান

এ সুখী
সুখে থাক তুই এখন
যেখানে গেছিস ওখানে তো
পুরুষ নেই তাই না
ও পারে তোর্  কাছে
 কেউ চাইবে না যৌতুক !

আমি কি করতে পারি
আওয়াজ তুলতে পারি
দু কলম লিখতে পারি
বিচার চাই ,সুখী হত্যার বিচার চাই
যৌতুক কে না বলুন
বিয়ে দেয়ার পূর্বে যাচাই করুন
সুখীরা বাঁচবে তো ?

সভাপতি
মুহাম্মদ  জাহাঙ্গীর আলম বাবু
"যৌতুক প্রতিরোধ অন্দোল বাংলাদেশ"
সিঙ্গাপুর শাখা

No comments:

Post a Comment