Tuesday, 30 June 2015

সিঙ্গাপুরে যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ সিঙ্গাপুর শাখার সংবর্ধনা,ইফতার-কমিটি বরণ সম্পন্ন





সিঙ্গাপুরে যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ সিঙ্গাপুর শাখার সংবর্ধনা,ইফতার-কমিটি বরণ সম্পন্ন



সচেতনতা গড়ে তুলবে প্রতিরোধ।  এই  স্লোগান নিয়ে ২৮ জুন ২০১৫ সন্ধ্যা ছয় টায় 53 A রয়েল রোড,বাংলার কন্ঠের নতুন কার্যালয়ে যৌতুক প্রতিরোধ অন্দোলন বাংলাদেশ,সিঙ্গাপুর শাখার আয়োজনে সংবর্ধনা,ইফতার-কমিটি বরণ  অনুষ্ঠিত হয়. 
 যৌতুক প্রতিরোধ অন্দোলন  বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা  ও সাধারণ সম্পাদক জনাব বেলাল হুসাইন  ফতেহ পুরী সাহেবকে ফুল দিয়ে  সংবর্ধনা জানান সিঙ্গাপুর শাখা সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।   জনাব বেলাল হুসাইন ফতেহ পুরী ফুল দিয়ে আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামও  ১৫ সদস্যের আহহ্বায়ক কমিটিকে বরণ করে । আলোচনা ,ইফতার ও দোয়ার মাধ্যমে  আয়োজন সম্পন্ন হয় ।
অনুষ্ঠানে মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনাব একেএম মোহসিন , সম্পাদক বাংলার কন্ঠ,প্রধান উপদেষ্টা,যৌ.প্র.আ,বা,সিঙ্গাপুর। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর শাখার  উপদেষ্টা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সন্মানিত অতিথি ছিলেন  উপদেষ্টা ইঞ্জিনিয়ার এনামুল হক, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, উপদেষ্টা ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম,  উপদেষ্টা শাহদাত হোসেন মানিক ব্যাবসায়ী, সঞ্চালনায় ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক মনির আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার কাজী শিহাব উদ্দিন,উপদেষ্টা ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন,বাংলার কন্ঠ কালচারাল ফোরামের সভাপতি আনিসুর রহমান ,বাংলার কন্ঠ উপদেষ্টা মোহাম্মদ ফেরদৌস আলী,সংগঠনের সাধারণ সম্পাদক কাজীনজরুল ইসলাম  মুন্না ,যৌতুক প্রতিরোধ অন্দোলন  বাংলাদেশ সিঙ্গাপুর শাখা নব গঠিত কিশোর গঞ্জ জেলা শাখা , বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ,কালচারাল ফোরাম,প্রবাসী সাংবাদিক সমিতি ,প্রসাস,ব্রাইট জেনারেশন প্রপার্টিজ লিমিটেডের পরিচালক গণ,মাদার কেয়ার সমবায় সমিতি নেতৃবৃন্দ।
উপস্থিত অতিথিদের মধ্যে বিশিষ্ট সংগঠক রেজাউল করিম  এর নেতৃত্বে অচিরেই যৌতুক প্রতিরোধ অন্দোলন  বাংলাদেশ -সিঙ্গাপুর,বৃহত্তর কুমিল্লা জেলা শাখা গঠনের আশা পোষণ করেন।
প্রবাসে দূর বা নিকটে নতুন যারা বিবাহ বন্ধনে অবোধ হবেন  তাদের সচেতন করার লক্ষে কাজ করছে প্রবাসী এই সংগঠন। যত বেশি কমিটি হবে তত জনের কাছে পৌছে যাবে এই বার্তা। বিদেশে যারা থাকে তারা সে পরিবারের আর্থিক যোগান দাতা।   প্রবাসীর পরিবার অনেকাংশে তার ইচ্ছার উপর নির্ভর  করে। তাই পরিবারের যদি একজন সচেতন হয় বাকিরাও সচেতন হবেন আপনা আপনি। যৌতুকের বলি যেন না হয় কোন নারী সে লক্ষে  প্রচারণা ও সচেতন কাজ করছে , এই বার তারা নারী নির্যাতন ,ধর্ষণ,শিশু নির্যাতন রোধে পরিবার, সমাজে দেশকে সচেতন করার উপর আলোক পাত করেন।বাংলাদেশের প্রতিটি জেলায় ,থানা,গ্রাম এ কমিটি গঠন ,প্রবাসে যেখানেই বাংলাদেশী আছে সেখানেই সচেতনতার বার্তা পৌঁছানোর দৃড় প্রত্যয় ব্যাক্ত করেন বক্তারা  ।  বক্তারা আরো বলেন  যৌক্তুকের বলি পরিবারের পাশে দাড়াতে চায় তারা। অপরাধীর শাস্তির জন্য সংবিধানে যুক্ত করতে হবে ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদন্ডের মত কঠিন আইন , নারীদের সচেতনতায় স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় পর্যায়ে প্রচারণা চালাতে হবে ব্যাপক ভাবে।
যৌতুক প্রতিরোধ অন্দোলন  বাংলাদেশ ,মালোশিয়া শাখা গঠিত
২০০৩ সাল থেকে যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা জনাব বেলাল হুসাইন ফতেহ্পুরী বিশ্বব্যাপী যৌতুক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার লক্ষে কাজ করছেন ।  রেজিস্ট্রেশন বাংলাদেশে পক্রিয়াধীন। ভার্চয়াল জগত ফেস বুক গ্রুপ,ব্লগে চলছে প্রচারণা । গত বছর সিঙ্গাপুর এসেছিলেন সিঙ্গাপুর কমিটি গঠনের উদ্দ্যেশে ,এবার গঠন করলেন মালোশিয়াতে। যৌতুক প্রতিরোধ আন্দোলন মালায়েশিয়া শাখার আহবায়ক মাওলানা মোঃ ইউসুফ ও সদস্যসচিব দেলোয়ার হোসেন বাদশা ,কার্য্য করী সদস্যরা হলেন:ডা : তবারক হোসেন,মো :জুয়েল,মো : ফারুক,মো :নুরুল ইসলাম,মো :খলিল রহমান ,মো :জাফর,মো :ছায়েদ ,মো :সালাউদ্দিন ,মো :ইক্তার আলী ,বেলাল হোসেন,মো :মানিক,মো :সামছুল আলম.


সিঙ্গাপুর থেকে মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।